দেশজুড়ে

নূর হোসেনের ভাতিজা বাদলের বাড়িতে ছাত্রলীগের হামলা

সেভেন মার্ডারের প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা ও নাসিক কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৯টায় ছাত্রলীগের ১২-১৫ জন নেতাকর্মী এ হামলা চালায় বলে জানিয়েছেন বাদলের সহযোগীরা।এসময় শাহজালাল বাদল বাসায় ছিলেন না। ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় বাদলের বাড়ির সামনের একটি স্টেশনারির মালামাল লুট ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানায় বাদলের সহযোগীরা। এ ঘটনায় ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন ও শুক্কুর আলীসহ কয়েজন আহত হয়েছনি।বাদলের সহযোগী ৩নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি সেলিম খান সাংবাদিকদের জানায়, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা তোফায়েল, ছাত্রলীগ নেতা হাবিব, শাকিব, মামুন, সালাহউদ্দিনসহ আরো ৮/১০ জন সন্ত্রাসী শাহজালাল বাদলের বাড়িতে হামলা চালায়।এসময় ছাত্রলীগের সন্ত্রাসীরা নাসিক কাউন্সিলর বাদলের বাড়ির সামনের অফিসের আসবাবপত্র ভাঙচুর ও জানালার গ্লাস ভাঙচুর করে। ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে বলে জানায় শ্রমিকলীগ নেতা সেলিম খান। একই সময় তারা এনাম জেনারেল স্টোরে লুটপাট করে বলে জানায় তিনি।এদিকে ছাত্রলীগ নেতা হাবিব জানান, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেনসহ আমরা কয়েকজন বাদলের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এসময় বাদলের বাড়ির সামনে অবস্থানকরা তার সহযোগীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে যুবলীগ নেতা তোফায়েল ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত যুবলীগ নেতা তোফায়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় তার সহযোগীরা।এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ করেছে শাহজালাল বাদলের সমর্থকরা। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ নেতা তোফায়েলের উপর হামলার প্রতিবাদে রাত পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম অবরোধ করেছে তোফায়েলের সমর্থকরা। ১৫ মিনিট অবরোধ রাখার পর পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।ঘটনার পর শাহজালাল বাদল তার বাসভবনে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাদের ঘটনাস্থলে নিয়ে যায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে কথা বলতে চাইলে পুলিশ ও থানা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ব্যস্ত রয়েছে বলে জানায় শাহজালাল বাদল।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।হোসেন চিশতী সিপলু/বিএ

Advertisement