বিনোদন

করোনার বিরতি কাটিয়ে আবারও ব্যস্ত আমান রেজা

মডেল ও চিত্রনায়ক আমান রেজা। প্রায় ১২ বছরের ক্যারিয়ারে সিনেমা করেছেন ৪০টির মত। মুক্তি পেয়েছে ২৮টি। নিজেকে শুধু সিনেমায় আবদ্ধ করে রাখেননি তিনি। বহু নাটক-টেলিফিল্মেও অভিনয় করেছেন। কাজ করেছেন ৪২টির মতো বিজ্ঞাপনেও।

Advertisement

তবে করোনার কারণে তিন মাস বাসায় বন্দি ছিলেন। এ অবস্থাতেও ‘নয়নতারা হাউজিং লিমিটেড’ নামের একটি নাটকে ঘরে বসেই শুটিং করেছেন। সেটি বেশ আলোচনার জন্ম দিয়েছিলো।

তবে ইউনিটে কাজ করেননি অনেকদিন, শুটিংয়ে নিষেধাজ্ঞা থাকার কারণে। অবশেষে সীমিত আকারে নিয়ম মেনে গত মাসের প্রথম সপ্তাহ থেকে আবারো শুটিং শুরু হয়েছে। ফিরেছেন অনেক অভিনেতা-অভিনেত্রীরা। ফিরলেন আমান রেজাও। দীর্ঘ বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

এ নিয়ে আমান রেজা জাগো নিউজকে বলেন, ‘প্রায় তিন মাস ঘরে ছিলাম। লাস্ট ২০ মার্চ কাজ করেছি। আবারো বাইরে মুক্ত হাওয়ায় কাজ শুরু করলাম। দুইটা নাটক এবং একটি টিভিসি দিয়েই ফিরলাম নতুন করে। গত মাসের ২৯ এবং ৩০ তারিখ কাজী সোহাগ পরিচালিত দুইটা নাটকের শুটিং করেছি পুবাইলে। একটি হচ্ছে ‘গৃহ যুদ্ধ’। এখানে আমার সহশিল্পী ছিলেন মানসী প্রকৃতি।

Advertisement

অপরটি ছিল ‘হোম কোয়ারেন্টাইন’। এখানে আমার সহশিল্পী ছিলেন রিমি করিম। নাটকটি লিখেছেন রুহুল আমিন পথিক। দুটি নাটকই বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির পর্দায় প্রচারিত হবে বলে জেনেছি।’

তিনি আরো বলেন, ‘ভিশন ব্র্যান্ডের একটি ফ্রিজের টিভিসির শুটিং করলাম। এই মাসের চার তারিখেই শুটিং হলো। তিনটি গল্পের একটি সিরিজ আকারে প্রচারিত হবে টিভিসিগুলো। এটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন ভাই। এখানে আমার সহশিল্পী রেবেকা সুলতানা দীপা। এটা আমার ৪২তম বিজ্ঞাপন।’

কাজের ফেরার প্রসঙ্গে যোগ করে আরো বলেন তিনি, ‘আসলে ভালো লাগছে আবারও সেই আগের মতো করে কাজ করতে পারছি। খুব সচেতন হয়ে কাজ করছি। দূরত্ব বজায় রেখে। প্রযোজক-পরিচালক ও ইউনিটের সবাই খুব সচেতন। সবার কথা ভাবছি সবাই। বিষয়টি ভালো লাগছে।’

এদিকে এই চিত্রনায়ক জানান, খুব শিগগিরই সিনেমার শুটিংও শুরু করবেন তিনি।

Advertisement

এলএ/জেআইএম