রাজধানীর বনানী থানাধীন সেতু ভবনের পাশে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন দুলাল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত দুলালের সহকর্মী মো. রাকিব হোসেন জানান, তারা সেতু ভবনের ১০ তলায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করেন। দুলাল ওই কোম্পানির স্টোর কিপার ছিলেন।
সকালে সেতু ভবনে প্রবেশের জন্য ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি। বর্তমানে মিরপুর এলাকায় থাকতেন। তিনি দুই মেয়ে রয়েছেন।
Advertisement
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এএইচ/এমকেএইচ