দলিত পরিচ্ছন্নতা কর্মীদের করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মনি রাণী দাস।
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিশেষ বক্তা ছিলেন বিডিইআরএম-এর উপদেষ্টা জাকির হোসেন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব।
বিডিইআরএম-এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিপন কুমার রবিদাসের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিডিইআরএম সচিবালয়ের সমন্বয়কারী এবিএম আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু, সহ সাংগঠনিক সম্পাদক কৈলাশ রবিদাস, নীলফামারী জেলা শাখার সভাপতি শাওন ভুইমালী।
Advertisement
সমাপনী বক্তব্যে মনি রাণী দাস বলেন, সারাদেশে দলিত পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জায়গা খুবই সংকীর্ণ। ফলে, দলিতদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। একজন আক্রান্ত হলে পুরো কলোনী বা ওই এলাকা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। আইসোলেশনে থাকার মতো পর্যাপ্ত জায়গা নেই দলিত কলোনিতে। ফলে, অন্যান্যদের তুলনায় আমরা বেশি ঝুঁকিতে রয়েছি।
এফএইচএস/এএইচ/জেআইএম