দেশজুড়ে

ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল। শনিবার (১১ জুলাই) নতুন করে ছয়জনের দেহে করোনা শনাক্তের পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার চারজন। এছাড়াও জেলায় এখন পর্যন্ত ৬৭৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনায় মারা গেছেন ২১ জন।

Advertisement

ফেনী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ জানান, শনিবার নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২২ জনের রিপোর্ট আসে। সেখানে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দাগনভূঞা উপজেলার দুইজন, পরশুরামের দুইজন ও ফুলগাজী উপজেলার দুইজন রয়েছেন। এ ছাড়াও আরও ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শনিবার পর্যন্ত ৫ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ১০০৪ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ৩৮৯ জন, সোনাগাজীর ১৭৩ জন, দাগনভূঞার ২১১ জন, ছাগলনাইয়ার ১১৭ জন, ফুলগাজীর ৫১ জন, পরশুরাম উপজেলার ৪৮ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন রোগী রয়েছেন।

Advertisement

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ