সুনামগঞ্জের ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহীন চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
শাহীন চৌধুরী ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার ব্যবসায়ী হাজি তারা মিয়া চৌধুরীর বড় ছেলে।। তিনি ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, শাহীন চৌধুরীর মরদেহ সিলেট থেকে ছাতক নিয়ে আসার পর শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে পৌর শহরের বাগবাড়ী কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে শনিবার সুনামগঞ্জে নতুন আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৬৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।
Advertisement
আরএআর/এমএস