দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন খলিফার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ওই পরিষদের ১০ সদস্য। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার অপসারণ দাবি করে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অনাস্থা প্রদানকারী ১০ ইউপি সদস্য। পাশাপাশি তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিপক্ষে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের পক্ষে ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহ আলম লিখিত বক্তব্যে জানান, ৯ মাস আগে নির্বাচিত চেয়ারম্যান রুস্তম আলী মোল্লার মৃত্যুর পর ৬ নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দিন খলিফা অন্য সদস্যদের সমর্থন ছাড়াই নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জমি নিবন্ধন ফি ও লোকাল গর্ভামেন্ট সাপোর্ট প্রকল্প থেকে ২৫ লাখ ছয় হাজার ১১৫ টাকা এবং জন্ম সনদ ফি বাবদ এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া নাগরিক সনদ, ওয়ারিশ সনদ প্রদান, গভীর নলকূপ প্রদান, টি-আর, কাবিখাসহ নানা প্রকল্প থেকে লাখ লাখ টাকা আত্মসাত করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার এসব দুর্নীতির প্রধান সহযোগী হচ্ছেন ইউনিয়ন পরিষদ সচিব নাসির উদ্দিন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে ১০ ইউপি সদস্য গত ১২ অক্টোবর অনাস্থার রেজুলেশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেছেন। নাসির উদ্দিন খলিফা আসন্ন ইউপি নির্বাচনে সরকারী দলের সমর্থন নিয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নানা পায়তারা চালাচ্ছেন।  তবে এসব অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন খলিফা বলেন, তিনি উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক। ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত সদস্যরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করছে। আগামী নির্বাচনে সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ওই ইউপি সদস্যদের অর্থায়ন করছেন তার বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য।সাইফ আমীন/এআরএ/এমএস

Advertisement