দেশজুড়ে

বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর নেই

বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম অধ্যক্ষ উ ঞানাসিগি (জ্ঞানপ্রিয়) মহাথের পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Advertisement

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গতরাতে তার অবস্থার অবনতি হয় এবং সকালে তিনি মারা যান। দুপুরে রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথেরের মরদেহ বান্দরবানে নিয়ে আসা হবে। মরদেহ আনার জন্য জেলা থেকে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মে রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহার অধ্যক্ষ হিসেবে উ ঞানাসিগি (জ্ঞানপ্রিয়) মহাথের দায়িত্ব গ্রহণ করেন। দেড় মাসের মাথায় তিনি পরলোকগমন করলেন।

Advertisement

সৈকত দাশ/আরএআর/এমএস