দেশজুড়ে

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

এই সদস্যের নাম শফিকুল ইসলাম (৫১), তিনি কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে পুলিশের গাড়ি চালক ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়।

পুলিশ সদস্য শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ১৮ জুন নমুনা দেন শফিকুল। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২২ জুন তার করোনাভাইনাস পরীক্ষার রির্পোট পজিটিভ আসে।

Advertisement

৮ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ পুলিশের মোট ১২ হাজার ১৬১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা। চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ৪৬ সদস্য মৃত্যুবরণ করেছেন।

মো. আল আমিন টিটু/জেডএ