দুবাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। ব্যাটসম্যানদের প্রবল প্রতিরোধের পর শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় ইংলিশরা। ফলে ১৭৮ রানের বড় জয় দিয়ে তিন টেস্ট ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো পাকিস্তান।সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ১৩০ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এদিন সকালে আর ২৭ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান ফর্মে থাকা রুট। জুলফিকার বাবরের বলে ইউনুস খানের হাতে ক্যাচ দেবার আগে ৭১ রান করেন রুট।এরপর ৩৬ রান যোগ করতেই একে একে ফিরে যান বাইরস্টো, বাটলার এবং স্টোকস। ফলে ১৯৩ রানে দলের প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারিয়ে দারুণভাবে চাপে পড়ে যায় ইংল্যান্ড।সপ্তম উইকেট জুটিতে ব্রডকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়ে সে চাপের কিছুটা সামলে নেন আদিল রশিদ। ওয়াহাব রিয়াজের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হবার আগে ৩০ রান করেন ব্রড। এরপর মার্ক উডকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন রাশিদ। উড বাবরের বলে আউট হবার আগে করেন ২৯ রান।শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩১২ রান করে অলআউট হয় ইংল্যান্ড। দারুণ লড়াই করে শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬১ রানে ইয়াসির শাহর বলে আউট হন আদিল রশিদ। রশিদের ক্যাচ বাবর লুফে নেবার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে পাকিস্তান শিবির।পাকিস্তানের পক্ষে ৮৭ রানে ৪ উইকেট নেন ইয়াসির শাহ। জুলফিকার বাবর ৫৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া ইমরান খান ২ এবং ওয়াহাব রিয়াজ ১টি উইকেট পান।পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৭৮ রান করে অলআউট হয় এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৫৪ রান করে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৪২ রান।আরটি/এএইচ/বিএ
Advertisement