দেশজুড়ে

ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ৭

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে একজন মাঝি ও ছয়জন কৃষকসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে সাতজনকেই জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

Advertisement

বিচ্ছিন্ন চর মোজাম্মেল থেকে ট্রলারটি তজুমদ্দিনে আসার পথে শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে।

উদ্ধার সাতজন হলেন, ট্রলারের মাঝি জাহিদ, মো. রমজান, মহিউদ্দিন, সাহিদা, সোহাগ, সিরাজ ও শাজাহান।

কোস্টগার্ড জানায়, চাঁদপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর মোজাম্মেল থেকে ওই ছয়জন কৃষক জাহিদ মাঝির ট্রলারে তাদের গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে তজুমদ্দিনের হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা হন। চর কাঞ্চ এলাকায় এলে মেঘনার প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টহল টিম দ্রুত সেখানে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এছাড়া কৃষকদের সঙ্গে থাকা গরু-ছাগল ও হাঁস-মুরগিও উদ্ধার করা হয়।

Advertisement

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মাহাবুবুর রহমান শাকিল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এইচএ/পিআর