দেশজুড়ে

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের বার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন। সোমবার বিকেল ৪টায় শহরের পৌর মহিলা কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক কাজী ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী কামরুজ্জামান।পৌর মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যাপক মওদুদ আহ আহমদ, ওয়ালী নেওয়াজ খান কলেজের সহকারি অধ্যাপক মজিবুর রহমান, পৌর মহিলা কলেজের প্রভাষক মাহবুবুল আজিম খান, প্রভাষক ফজলুল করিম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি কলেজে একই যোগ্যতা ও একই নিয়মে পরীক্ষা দিয়ে নিয়োগ পাওয়া অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা পাচ্ছেন না। এ সময় সরকারি বেতন আদায় ও চাকরি এমপিওভুক্ত করার দাবিতে দেশব্যাপি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শিক্ষক নেতারা।পরে ফজলুল করিমকে সভাপতি ও আরিফ ইসমাইলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন ঘোষণা করা হয়।নূর মোহাম্মদ/এআরএ/এমএস

Advertisement