সেই ২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। পেয়েছেন জনপ্রিয়তা।
Advertisement
এই অভিনেত্রী ২০১৭ সালে ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন। সুখের সেই দাম্পত্যে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের মা হয়েছেন তাসনুভা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।
নতুন অতিথির আগমনে ভীষণ খুশি এলভিন ও তার স্বামী ফাহাদ। দুজনের পরিবারেও খুশির বন্যা বয়ে যাচ্ছে। তাসনুভা বলেন, 'আল্লাহর অশেষ রহমতে কন্যাসন্তানের মা হলাম। এতদিন মা হওয়ার অনুভূতি নিয়ে অনেক কথা শুনেছি আবেগের। আজ বুঝলাম এই আবেগ সত্যি অনন্য। পৃথিবীর সেরা৷ আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।'
Advertisement
২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। তাদের বিয়ে হয় পারিবারিক আয়োজনেই।
এদিকে দশ বছরের ক্যারিয়ারে তাসনুভা অসংখ্য নাটক, টেলিছবি ও টিভিসিতে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি অন্যতম।
এলএ/জেআইএম
Advertisement