করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ।
Advertisement
কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।
আনজাম মাসুদ বলেন, ‘স্বপ্ন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছি। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
Advertisement
এমএবি/এলএ/এমএস