জাতীয়

বিআইডব্লিউটিএ ভবনে লঞ্চ মালিককে প্রাণনাশের হুমকি

বাংলাদেশ নৌ পরিবহন বন্দর কর্তৃপক্ষ-এর (বিআইডব্লিউটিএ) অফিসে আবু হানিফ নামের এক লঞ্চ মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে এ ঘটনা ঘটে। আবু হানিফ নরসিংদী-ব্রাক্ষণবাড়িয়া রুটে চলাচলকারী তালতলা লঞ্চের সত্বাধিকারী। জানা গেছে, অন্য এক লঞ্চ মালিকের পক্ষে সুবিধাজনক সময়ে লঞ্চের সময়সূচি নির্ধারণ করতে আবু হানিফকে লাঞ্ছিত করে এবং পরিচালকের কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সময়সূচি নির্ধারণে বাধ্য করে সন্ত্রাসীরা।  এ ঘটনায় আবু হানিফ মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডিনং ১৫৪১) দায়ের করেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, রোববার দুপুরে তিনি লঞ্চের সময়সূচি নির্ধারণ সমস্যা নিয়ে কথা বলতে বিআইডব্লিউটিএর ৫ম তলায় যান। এ সময় তার সাথে একই রুটের লঞ্চ  মালিক নবীনগর থানার শ্রীঘর গ্রামের নুরে আলমের সাথে সাক্ষাৎ হয়। কিছক্ষণ পর নুরে আলম তাকে ডেকে বাইরে নিয়ে যান। এ সময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে  নুরে আলমের লঞ্চের সময়সূচির ব্যাপারে কোনো প্রকার আপত্তি না করার হুমকি দেয়। অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেয় তারা। এসময় কয়েকজন যুবক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিচালকের কক্ষে নিয়ে তাদের শেখানো কথা বলতে বাধ্য করে।তিনি জানান, সন্ত্রাসীরা নিজেদের স্থানীয় ওয়ার্ড কমিশনারের লোক ও বিআইডব্লিউটিএ নিয়ন্ত্রক বলে শাসায় । এ ঘটনার পর থেকে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।এমইউ/এসকেডি/এমএস

Advertisement