শিক্ষা

এআইইউবিতে ভার্চুয়াল ক্লাসরুম পরিচালনা করছে মাইক্রোসফট টিম

করোনাভাইরাসের এ দুর্যোগে স্থবির হয়ে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। তবে বর্তমান প্রতিকূল সময়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ১৩ হাজার শিক্ষার্থীর জন্য ভার্চুয়াল পাঠদান কার্যক্রম পরিচালনা করছে মাইক্রোসফট ৩৬৫ এডুকেশন।

Advertisement

নিরাপদ ও সুরক্ষিত এ প্ল্যাটফর্মের মাধ্যমে মাইক্রোসফটস টিমসে ক্লাস টিমওয়ার্কের জন্য একটি কাস্টমাইজ হাব তৈরি করা হয়েছে, যেখানে ভিডিও মিটিংস ও অফিস ৩৬৫ অ্যাপগুলোর অনলাইন ভার্সন ও কমপ্লায়েন্স টুল রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারের মাধ্যমে এআইইউবি শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ও কার্যকর পদ্ধতি তৈরি করেছে, যার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এবং অংশগ্রহণমূলক উপায়ে পাঠদান নিশ্চিত করা সম্ভব হয়েছে। মাইক্রোসফট টিমসের মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ক্লাস পরিচালনার ফলে পুরো একটি সেমিস্টার অনলাইনেই শেষ হয়েছে।

এ বিষয়ে এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা বলেন, কোভিড-১৯ এর নতুন বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম চলমান রাখা আমাদের জন্য সহজ বিষয় ছিল না। তবে, আমাদের অবকাঠামো ও মাইক্রোসফটের সমাধানগুলোর সাহায্যে আমরা চার দিনের মধ্যে ১০ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সকল প্রশাসনিক কর্মকর্তাদের এ অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরেছি। মাইক্রোসফট ৩৬৫ এডুকেশন আমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে।

Advertisement

তিনি বলেন, এ প্ল্যাটফর্মের সাহায্যে, আমরা এ সঙ্কটকালীন সময়েও শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সমন্বয় বৃদ্ধির জন্য তাদের সরাসরি ক্লাসরুমের অভিজ্ঞতা দিতে সক্ষম হয়েছি। মহামারি পরবর্তী সময়ে পদক্ষেপ হিসেবে অনলাইনে ও সরাসরি ক্লাস নেয়ার সমন্বয়ের মাধ্যমে আমাদের কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।

মাইক্রোসফট ৩৬৫ এডুকেশনে শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত করতে প্রশিক্ষণের অংশ হিসেবে এআইউবি চারটি ওরিয়েন্টেশন কর্মসূচি পরিচালনা করেছে। দূরশিক্ষণ পরিচালনায় এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট স্ট্রিম, মাইক্রোসফট অ্যাডমিনিস্ট্রেশন এবং কুইজ, গ্রেডবুক ও অ্যাসাইনমেন্টের জন্য মাইক্রোসফট ফর্মস ব্যবহার করছে।

এমএইচএম/এফআর/জেআইএম

Advertisement