ক্রেডিট কার্ড জালিয়াতি করে ই-কমার্স ওয়েবসাইটে পণ্য কেনাকাটার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
বুধবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, আসামিরা ‘চালডাল ডটকম’ থেকে ক্রেডিট কার্ড জালিয়াতি করে পণ্য ক্রয় করে। চালডালের সন্দেহ হলে তারা সিআইডিতে অভিযোগ করে।
সিআইডি আরও জানায়, আসামিরা অন্য ব্যক্তির মালিকানাধীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘চালডাল ডটকম’ থেকে অনলাইনে কেনাকাটা করেছে। ক্রেডিট কার্ড থেকে নিয়মিত অনলাইনে লেনদেন হলেও কার্ডের প্রকৃত মালিক বিষয়টি জানতে পারেননি। সিআইডির কাছে আসা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হয়।
Advertisement
আসামিরা হচ্ছেন মো. নিজাম উদ্দিন (২২), মো. রেহানুর হাসান রাশেদ (২০), আনোয়ার পারভেজ (২২) ও আল-আমিন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি আড়ং ও অন্যান্য অনলাইন শপেও একইভাবে কার্ড জালিয়াতি করে কেনাকাটা করেছে বলে জানায় সিআইডি।
এআর/এএইচ/জেআইএম
Advertisement