ঢাকা কলেজের মোট সাতজন শিক্ষক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শিক্ষকদের মধ্যে তিনজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বাকি চার শিক্ষক নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
আক্রান্ত শিক্ষকদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা পারভীন, অর্থনীতি বিভাগের প্রভাষক শামীম আহম্মেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশীদ করোনামুক্ত হয়েছেন। এখন তারা সম্পূর্ণ সুস্থ।
এছাড়া মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ক ম রফিকুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইলোরা দাস সুমি ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
এদিকে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ২৩৮ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩৬০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।
এফআর/জেআইএম