লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ও পৌরসভা শাখা ছাত্রদলের পকেট কমিটি ঘোষণা নিয়ে অসন্তোষ বিরাজ করছে। কমিটিতে রায়পুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম জিলানীর অনুসারীরা স্থান পেয়েছে বলে সাধারণ নেতাকর্মীদের অভিযোগ।তাদের ভাষ্যমতে, জিলানীকে খুশি রাখতে নিয়মের তোয়াক্কা না করেই কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া কমিটি ঘোষণা করেন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল কেউ উপস্থিত ছিলেন না।এদিকে দলের একটি সূত্র জানায়, ঘোষিত এ কমিটি অনুমোদনের জন্য শনিবার লক্ষ্মীপুর অাসলে পৌর কমিটির আহ্বায়ক নবী উল্যা রুবেল ও তার অনুসারীদের ধাওয়া করে একই কমিটির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল। এ নিয়ে সাধারণ নেতাকর্মী-সমর্থকদের পাশাপাশি খোঁদ ঘোষিত কমিটির নেতাদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে।দলীয় সূত্র জানায়, রায়পুর গাজী কমপ্লেক্স এলাকায় গত শুক্রবার লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি উপজেলা ও পৌর বিএনপি নেতাদের উপস্থিতিতে ওই দুই শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে পৌরসভায় নবী উল্যা রুবেলকে আহ্বায়ক, শরিফ দেওয়ানজিকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য এবং মনোয়ার হোসেন অনিকে আহ্বায়ক, মুকতাদ হোসেন ফাহিমকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে পৌরসভা ও কলেজে ১০ জন করে যুগ্ম আহ্বায়কের নাম রাখা হয়েছে।বৈঠকে উপস্থিত থাকা রায়পুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক নূর এ হেলাল মামুন জানিয়েছেন, আবুল খায়ের ভূঁইয়া কমিটি ঘোষণার পর তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। জেলা ছাত্রদল ঘোষিত কমিটির বাইরে কিছু অনুমোদন করতে পারবে না।নাম প্রকাশে অনিচ্ছুক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলেন, আবুল খায়ের ভূঁইয়া অগঠনতান্ত্রিকভাবে কমিটি ঘোষণা করেছেন। এর মধ্যে জিলানীর ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীও রয়েছে। এছাড়া যাদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তাদের অনেকেই বিষয়টি জানেন না।ছাত্রনেতা শাহরিয়ার ফয়সাল বলেন, আবুল খায়ের ভূঁইয়া ছাত্রদলের কমিটি ঘোষণা করার কে? জিলানীর দোকানের কর্মচারীদের দিয়ে ঘোষিত পকেট কমিটি কিছুতেই মেনে নেয়া হবে না। যে কোন মূল্যে তা প্রতিহত করা হবে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা সভাপতি জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্রে ছাত্রদলের কমিটি বিএনপি নেতাদের ঘোষণা করার কোনো নিয়ম নেই। ঘোষিত কমিটিগুলো আমার হাতে এসেছে, তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে।রায়পুর পৌর বিএনপির সভাপতি এ বিএম জিলানী বলেন, ৬-৭ বছর ধরে ছাত্রদলের কোনো কার্যক্রম নেই। এজন্য আমরা জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনা করেই কমিটি ঘোষণা করেছি। এতে কারো মধ্যে অসন্তোষ আছে বলে আমার জানা নেই।বক্তব্য জানতে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার মুঠোফোনে কল করেও তিনি ফোন ধরেননি।কাজল কায়েস/এসএস/এমএস
Advertisement