দেশজুড়ে

হারুন হত্যায় ৩ সহোদরসহ ৭ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন বাজারের হোমিও চিকিৎসক হারুন অর রশিদ হত্যা মামলায় তিন সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফুলবাড়ীয়া উপজেলার উত্তর কালিবাজাইল গ্রামের হোসেন আলীর তিন ছেলে আবু তাহের, আবুল কালাম ও আবু সাঈদ এবং একই গ্রামের মৃত সানাউল্লাহ শেখের ছেলে আব্দুল কুদ্দুছ, ইজ্জত আলীর ছেলে রফিকুল ইসলাম, আব্দুল কদ্দুসের ছেলে আব্দুল জব্বার ও আসান আলীর ছেলে লাল মিয়া। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১১ নভেম্বর বিকেলে কাতলাসেন বাজার কমিটি নিয়ে বিরোধের জের ধরে দণ্ডপ্রাপ্তরা হোমিও ডাক্তার হারুন অর রশিদকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ছোট ভাই হোমিও চিকিৎসক মামুনুর রশিদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ সাতজনের নামে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।দীর্ঘদিন শুনানি শেষে দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির তিন সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।আদালতের এই রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। দণ্ডপ্রাপ্ত সকলকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আতাউল করিম খোকন/এআরএ/এমএস

Advertisement