চিংড়ি দিয়ে ঝটপট তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। বিকেলের নাস্তায় তেমন কোনো খাবার হলে জমবে বেশ। আজ চলুন তবে জেনে নেয়া যাক ঝটপট তৈরি করা যায় এমন একটি সহজ রেসিপি প্রন ফ্রিটার্স-
Advertisement
উপকরণ:চিংড়ি মাথা ও খোসা ছাড়িয়ে কুচি করে কাটা- দেড় কাপডিম- ২টিবেকিং পাউডার- ১ চা চামচময়দা- আধা কাপকর্নফ্লাওয়ার- সিকি কাপসাদা- গোলমরিচ গুঁড়া ১ চা চামচসয়াসস- ১ টেবিল চামচলবণ- পরিমাণমতোতেল (ভাজার জন্য)- ২ টেবিল চামচপেঁয়াজ কুচি- সিকি কাপকাঁচামরিচ মিহি কুচি- ১ টেবিল চামচ।
প্রণালি:চিংড়ি কুচি সয়াসস মাখিয়ে ২০ মিনিট রাখতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিম, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ একসঙ্গে মাখিয়ে অল্প অল্প করে মিশ্রিত ময়দার সঙ্গে মিশিয়ে চিংড়ি দিয়ে মেশাতে হবে।
কড়াইয়ে তেল গরম করে বড়ার মতো অল্প অল্প করে চিংড়ির মিশ্রণ দিয়ে মচমচে করে ভেজে ওঠাতে হবে। প্রন ফ্রিটার্স গার্লিক সস, রেড চিলি সস অথবা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।
Advertisement
এইচএন/এমকেএইচ