সাহিত্য

যার কোনো মানে নেই

সদ্য-স্নাত পত্র পৃষ্ঠে স্বচ্ছফোটা ফোটা বৃষ্টির জল!তাতে টুপ করে গড়িয়ে পড়লমালির দু’ফোটা অশ্রুজল!

Advertisement

অশ্রুর ফোটা বৃষ্টির জলেহয়ে গেল চির বিলীন!কেউ জানলো না শোধ হলোকি-না শত জনমের ঋণ!

চোখে কাজল ছিল নাছিল না তো কোনো ছল!তাই তো জল মুক্তার দানাএতো স্বচ্ছ টলমল!

খরতাপে সাগর শুকায়প্রান্তর চৌচির জ্বলজ্বল!মালির চোখের দু’কূলছাপিয়ে জল টলটল!

Advertisement

পত্র পৃষ্ঠের জল শুকায়উল্লাসে নাচে হাওয়ায়;পত্রপল্লভ ফুলে শোভিতবসন্তের মাতাল ছোঁয়ায়!

মালির জীবন তথৈবচবসন্ত বরষা সবই তমসা!ফুলের পাশে চিরদিন তবুপাশাপাশি দুঃখ-হতাশা!

সেরা ফুলটি আগলিয়ে রাখেহৃদয় নিংড়ানো ভালোবাসায়!সব কষ্টের অবসান হবেশোভিত হবে প্রিয়ার খোপায়!

আশায় আশায় দিন গেলআজও সে তো না এলো!যুবক মালি পৌঢ় হয়েওপ্রতীক্ষার মানে খুঁজে না পেল!

Advertisement

এসইউ/জেআইএম