প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম থাকলেও সম্প্রতি সংক্রমণ বাড়তে শুরু করেছে ওমানে। দেশটিতে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। অপরদিকে, নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের।
Advertisement
৯ জুলাই ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। বিভিন্ন দেশে থাকা ওমানের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট এখনও চালু রয়েছে। তবে পুনরায় নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখন অনিশ্চয়তায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানা গেছে, ওমানে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ২০৭। এর মধ্যে মারা গেছে ২৩৩ জন। এক সপ্তাহ আগেই সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়ে জনগণকে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। গত ছয় সপ্তাহে ওমানে সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে গেছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এর অনেক পরে ওমানে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। মার্চ থেকেই লকডাউন জারি করেছে দেশটি। তবে গত এপ্রিলে রাজধানীসহ বেশ কিছু এলাকা থেকে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হয় এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় চালু করা হয়।
Advertisement
এমআরএম/এমকেএইচ