অর্থনীতি

যোগাযোগের উন্নয়নে ২৪০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২৪০ কোটি টাকা (৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেবে আন্তর্জাতিক দাতা সংস্থা-এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবি বাংলাদেশ আবাসিক মিশন প্রধান কাজু হিকো হিগুচি চুক্তিতে সই করেন। এসময় জানানো হয়, বাংলাদেশকে ট্রান্স এশিয়া রেলওয়ে লিঙ্ক এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করতে রেল ও সড়ক খাতের অগ্রাধিকার প্রকল্প প্রণয়নে এ অর্থ ব্যয় করা হবে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে জানা গেছে। এসএ/এসকেডি

Advertisement