বিনোদন

অতিথি হিসেবেই থাকবেন নার্গিস ফখরি

ক্যারিয়ারের শুরুতেই রকস্টারের মতো ব্লকব্লাস্টার ছবি দিয়ে নজর করেছেন বলিউড বোদ্ধাদের। তারপরে আর পেছনে তাকাতে হয়নি বলিউড সেনশেসন নার্গিস ফখরির। সম্প্রতি শোনা যাচ্ছিলো রোহিত ধাওয়ান এর নতুন ছবি ‘ডিশুম’-এ অভিনয় করবেন এই তারকা। তবে এ খবরকে ভিত্তিহীন বললেন পরিচালক নিজেই। রোহিত ধাওয়ান জানান, ছবিটির একটি দৃশ্যে অতিথি হিসেবেই আবির্ভাব হবে নার্গিসের। পুরো ছবিতে অভিনয় করার ঘটনাটি সত্যি নয়। তবে নার্গিস একা নন, সে দৃশ্যে অতিথি হিসেবে থাকবেন সিং ইজ ব্লিং তারকা অক্ষয় কুমার। উল্লেখ্য, রোহিত ধাওয়ান পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ডিশুম। এতে অভিনয় করবেন জন আব্রাহাম, বরুন ধাওয়ান ও শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। আরএএইচ/এলএ

Advertisement