খেলাধুলা

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রীড়া সংগঠক বাবুল

ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ ফজলুর রহমান বাবুল। তিনি দীর্ঘদিন ধরে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য হিসেবে। তিনি বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ও বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি।

Advertisement

সার্বক্ষণিক ক্রীড়াঙ্গনে বিচরণ করা এই অভিজ্ঞ সংগঠক করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তার কোভিড-১৯ পজিটিভ ও হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ফজলুর রহমান বাবুলের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সব স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফে’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরআই/আইএইচএস/

Advertisement