দেশজুড়ে

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ফেনীর সিভিল সার্জন

করোনাভাইরাসে মারা যাওয়া ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

Advertisement

জানাজা পূর্ব সমাবেশে ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এস এস আর মাসুদ রানা, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন, মরহুমের ভাই মো. শাহীন হোসেন, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম বক্তব্য দেন।

জানাজায় জেলা ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালক মো. মন্জুরুল আলম, ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল খালেক, সিভিল সার্জন কার্যালয়েরর মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিশিষ্টজনরা অংশ নেন। পরে মরহুমের কবরে ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ বিভাগ ও বিএমএ’র পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রাতে রাজধানীর মিরপুরে প্রথম ডা. সাজ্জাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বসবাসরত স্বজনরা জানাজায় অংশ নেন।

Advertisement

গত ১২ জুন নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৪ জুন শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৮ জুন সিভিল সার্জনকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেয়া ডা. সাজ্জাদ হোসেন ১৯৯৭ সালে সোনাগাজী উপজেলার আমিরাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২৭ জুন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগ দান করেন তিনি।

শিশুকাল এলাকায় কাটলেও ডা. সাজ্জাদ হোসেন বেড়ে উঠেছেন ঢাকা শহরে। রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি পাস করেন তিনি। ১৯৮৬ সালে ঢাকার তিতুমীর কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ছিলেন এম-২৫ ব্যাচের শিক্ষার্থী।

রাশেদুল হাসান/আরএআর/এমএস

Advertisement