শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছে পাকিস্তান। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত অন্তত ৫২ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত কয়েক শ` মানুষ। দেশটির লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন ভবন, ঘর-বাড়ি ও দোকানপাট ধসে পড়েছে। পেশওয়ারসহ বেশ কয়েকটি হাসপাতালে পাঁচ শতাধিক আহত লোকজনকে ভর্তি করা হয়েছে। খবর ডন নিউজ ও টাইমস অব ইন্ডিয়া ও দ্য গার্ডিয়ানের।রোববার স্থানীয় সময় বিকেল পৌনে তিনটার দিকে ভূকম্পনে কেঁপে উঠে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। তবে অন্য দুটি দেশের চেয়ে পাকিস্তানে হতাহত বেশি হয়েছে। দেশটির লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশওয়ার, কোয়েটা, কোহাত ও মালকান্দে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ৪০ সেকেন্ডব্যাপী স্থায়ী কম্পনে দেশটির আতঙ্কিত লোকজনকে রাস্তাঘাটে নেমে আসতে দেখা গেছে। তবে ৪০ মিনিট পরে এসব স্থানে আবারো ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত পাকিস্তানে ৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোয়াতের সাইদি শরীফ হাসপাতালে ১৯৪ জন ও পেশোয়ারের রিডিং হাসপাতালে শতাধিক লোকজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এদিকে, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি, উত্তরাখন্ড, রাজস্থান ও নেপালের বেশ কিছু এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে এসব এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিকম্পের পর এক টুইট বার্তায় পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের লোকজনকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানে প্রয়োজন হলে সহায়তা করা হবে বলে ঘোষণা দিয়েছেন। মার্কিন ভূকম্পন জরিপকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তানের জার্ম এলাকা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের হিন্দুকুশের ১২০ মাইল গভীর থেকে ৭ দশমিক ৭ মাত্রার ভূকম্পনটি উৎপত্তি হয়েছে। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিন্দুকুশ থেকে ভূকম্পনটির উৎপত্তি হলেও ভারত, নেপাল, পাকিস্তানে প্রচণ্ড কম্পনে লোকজনকে ঘড়-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। ভূকম্পনের পর লোকজন খালি ভবন ও বাসা-বাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। এদিকে, আন্তর্জাতিক দাতব্য সংস্থা কেয়ার জানিয়েছে, আফগানিস্তানে ভূকম্পনে দারিদ্র লোকজন বিশেষ করে যাদের ঘড়বাড়ি ধ্বংস হয়ে গেছে তারা চরম সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহাণির খবর পাওয়া গেছে।এসআইএস/এমএস
Advertisement