করোনাভাইরাসের প্রকোপ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় পুনরায় লকডাউন জারির প্রতিবাদে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
Advertisement
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার মঙ্গলবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৩ জনের প্রাণহানি ঘটে। প্রাণহানি এবং সংক্রমণ বৃদ্ধির ঘটনাকে বিপজ্জনক উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভুসিক ফের কঠোর লকডাউন আরোপের ঘোষণা দেন; যা দেশটির হাজার হাজার মেনে নিতে পারেননি। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তারা।
লকডাউনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ ক্রমান্বয়ে সহিংস হয়ে ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভকারীদের অনেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের একাংশ পার্লামেন্ট ভবনে ঢুকে পড়তে সক্ষম হলেও দাঙ্গা পুলিশের ১৫ মিনিটের ঝটিকা অভিযানে সংসদ ভবন খালি হয়ে যায়। মার্কিন বার্তাসংস্থা এপি বলছে, বেলগ্রেডে সার্বিয়ার পার্লামেন্ট ভবনের সামনে দেশটির হাজার হাজার মানুষ লকডাউনের বিরোধিতায় বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, বোতল, ডিম ছুড়ে মারে। কিছু কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর সদস্যদের সঙ্গে।
Advertisement
এপি বলছে, বেলগ্রেডে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশের একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
সার্বিয়ার পুলিশের পরিচালক ভ্লাদিমির রেবিক বলেছেন, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে ঠিক কতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন সেব্যাপারে নির্দিষ্ট করে কিছুই জানাননি তিনি।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত ২৪ ঘণ্টায় সার্বিয়ায় নতুন করে আরও ১৩ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস; যা এই মহামারি শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়া নতুন করে আরও ২৯৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১৯ জনে।
গত মে মাসের শুরুর দেশটিতে লকডাউন থেকে বেরিয়ে এসে সবকিছু খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হলেও আবারও করোনা সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সার্বিয়ার প্রেসিডেন্ট পুনরায় লকডাউন আরোপের ঘোষণা দেন। প্রেসিডেন্ট ভুসিক জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, দেশের করোনা পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করছে। বেলগ্রেডের প্রায় সব হাসপাতাল এখন রোগীতে পরিপূর্ণ। এছাড়া নিস, নোভি পাজার, জেমুন এবং অন্যান্য শহরের হাসপাতালেও দ্রুত শয্যা শেষ হয়ে যাচ্ছে। যে কারণে ফের কঠোর লকডাউন আরোপের বিকল্প নেই বলে ভাষণে জানান তিনি।
Advertisement
এসআইএস/পিআর