বিনোদন

নাচে গানে শেষ হচ্ছে বাতিঘর নাট্যমেলা

‘অশুভের বিনাশ ক্ষণে, এসো মিলি নট-নন্দনে’ স্লোগান নিয়ে নাট্যসংগঠন বাতিঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছিল ‘বাতিঘর নাট্যমেলা-২০১৫’র। চারদিন ব্যাপ এই নাট্যমেলাটি শুরু হয়েছিলো গেল শুক্রবার ২৩ অক্টোবর, যা আজ সোমবার শেষ হতে চলেছে। নানা রঙ আর আল্পনায় সাজানো এই নাট্যমেলাকে ঘিরে পুরো শিল্পকলা হয়ে উঠেছিলো চমৎকার এক রঙ্গশালা! নাটক প্রদর্শনীর পাশাপাশি ছিলো শিল্পকলার উম্মুক্ত মঞ্চে লোকজ গানের পরিবেশনা। ছিলো লোকজ মেলায় কবিগান, গম্ভীরা, ঘুড়ি ওড়ানো, বায়োস্কোপ, বানর খেলা, সং নৃত্য, লাঠি খেলা। যা উপভোগ করতে প্রতিদিনই হাজির হয়েছেন শত শত দর্শক। আজ এই উৎসবরে পর্দা উঠছে।জানা গেছে, শেষদিনকে ঘিরে দারুণ সব আয়োজন করেছে বাতিঘর নাট্যদল। বাতিঘর নাট্যমেলা ২০১৫ আয়োজন পর্ষদের সদস্য সচিব সজীব তানভীর জানান, আজ প্রদর্শিত হবে দুটি নাটক। সেইসাথে রাতভর বাতিঘরের সদস্যরা নাচ-গানে অংশ নিবেন। আর উম্মুক্ত মঞ্চে আজ গাইবে জনপ্রিয় দল জলের গান।বাতিঘরের সদস্য পান্থ আফজাল বলেন, আজ নাট্যমেলার শেষদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের পরিবেশনায় রবার্ট বোল্টের নাটক ‘অ্যা ম্যান ফর অল সিজন’ এবং পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘আওরঙ্গজেব’। এর আগে গেল ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে এ নাট্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন সারা যাকের ও অভিনেত্রী ত্রপা মজুমদার।শুক্রবার সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ দিয়ে এ নাট্যমেলার যাত্রা শুরু হয়। এরপর এই ক’দিনে নাটক প্রদর্শন করে আরণ্যক, বাতিঘর, আগন্তুক, বটতলা নাট্যদলগুলপ্রসঙ্গত, একে একে পাঁচ বছর অতিক্রম করতে চলেছে প্রয়াত নাট্যব্যক্তিত্ব খালেদ খানের দেয়া নামের নাট্যদল ‘বাতিঘর’। তার অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে ‘বাতিঘর’ গত কয়েক বছরে দৃঢ়তার সাথে নাট্যচর্চা করে আসছে। আর এমন একটি সৃজনশীল নাট্যদলের পঞ্চম বর্ষ উদযাপন উপলক্ষেই এই নাট্যমেলার আয়োজন- জানালেন আয়োজকরা। এলএ/এমএস

Advertisement