খেলাধুলা

দুই ম্যানচেস্টারের লড়াইয়ে জেতেনি কেউ

ম্যানচেস্টারের দুই ক্লাবের লড়াইয়ে জিততে পারেনি কোন দল। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইটি শেষ পর্যন্ত গোলশুন্য ড্র হয়েছে। ফলে শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে শুরুর দিকে জ্বলে উঠেছিলেন ম্যানইউর অ্যান্থনি মার্শাল এবং ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। নিজ দলের হয়ে বেশ কিছু বিপজ্জনক বল যোগাচ্ছিলেন তারা। তবে সতীর্থদের ব্যর্থতায় কোনো আক্রমণই সফল হয়নি। এমনকি প্রথমার্ধে কোনো দলই গোল পোস্টে শট নিতে পারেনি। বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে খেলা। তবে গোলের অপেক্ষাকৃত বেশি সুযোগ তৈরি করে স্বাগতিকরাই। ৫১ মিনিটে ইউনাইটেডের ক্রিস স্মলিংয়ের হেড থেকে ফাঁকায় বল পেয়েও বলে পা লাগাতে পারেননি ফরাসি মিডফিল্ডার মর্গান স্নিদেলা। ৮৪ মিনিটে মাথার ওপর দিয়ে মার্শালের কাছ থেকে আসা লম্বা পাসে দারুণ দক্ষতায় পা লাগিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার জেসি লিংগার্ড। কিন্তু বল গোলরক্ষককে ফাঁকি দিলেও লাগে ক্রসবারে। চার মিনিট পর জো হার্ট দারুণ দক্ষতায় রক্ষা করেন সিটিকে। মারোয়ান ফেলাইনি হেড থেকে বল পেয়ে শট নেন স্মলিং। হার্ট ঝাপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন।এই ড্রয়ের ফলে এক পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিটি।আরটি/এএইচ/এমএস

Advertisement