সরকার পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েল করতে চায় বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে। নজরুল ইসলাম খান বলেন, সারাদেশে পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না। কাউন্সিলের জন্য ১০/২০ জন নেতাকর্মী এক জায়গায় জড়ো হলেই তাদের আটক ও মামলা দেয়া হচ্ছে।এসকেডি/এমএস
Advertisement