করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক এবং মেদিনী বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মারা গেছেন।
Advertisement
মঙ্গলবার রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিহ্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এক শোক বার্তায় তিনি বলেন, আবু বকর সিদ্দিকের মৃত্যুতে রিহ্যাব পরিচালনা পর্ষদ গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।
এসআই/এমএসএইচ/জেআইএম
Advertisement