জাতীয়

হাসপাতালে করোনা রোগী ভর্তি কমেছে

সারাদেশের হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভর্তির চেয়ে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা এখন বেশি। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৫ জন করোনা রোগী। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৯১৪ জন। ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর ব্যবধান ৪১৯ জনের। এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭১৫ জন এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ছিল ৬৪৪ জন।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, রাজধানীতে সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ৭৫টি এবং আইসিইউ শয্যা ১৪৯টি। সারাদেশে সাধারণ শয্যা ১৪ হাজার ৫৭৫টি এবং আইসিইউ ৪০১টি। বর্তমানে সারাদেশে সাধারণ শয্যায় ভর্তি থাকা রোগীর সংখ্যা ৪ হাজার ১৫৬ জন এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২১০ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৬ এবং নারী নয়জন। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন, ষাটোর্ধ্ব ২১ জন, সত্তরোর্ধ্ব ছয়জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন। তাদের ২৭ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, সাতজন খুলনা বিভাগের, দুজন রংপুর বিভাগের, দুজন সিলেট বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। ৩৯ জন মারা গেছেন হাসপাতালে, ১৫ জন বাসায় এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ