খুলনার আলিম জুট মিল বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলে দুপুর ১২টা পযর্ন্ত। এসময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে রওয়ানা হন।বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন খুলনার আটরা শিল্প এলাকায় অবস্থিত এ জুট মিলটি উচ্চ আদালতের নির্দেশে মে মাসে বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। সেই থেকে মিলের সিবিএ নন সিবিএ শ্রমিকরা মিল বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে আলিম জুট মিল রক্ষা সিবিএ নন সিবিএ সমন্বয় সংগ্রাম কমিটির ব্যানারে আন্দোলন করে আসছে। এর মধ্যে রোজার ঈদের আগে থেকে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ রয়েছে শ্রমিকদের বেতন-ভাতাও। সেই থেকে মিলটি বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে সংগ্রাম কমিটি লাঠি মিছিল, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে। স্থানীয় আওয়ামী লীগও শ্রমিকদের এ আন্দোলনকে সমর্থন জানিয়েছে।পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় আলিম জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা লাঠি মিছিল সহকারে খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেয়।সড়ক অবরোধ চলাকালে আলিম জুট মিল রক্ষা সিবিএ নন সিবিএ সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি আব্দুস সালাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক হামিদ সরদার, আব্দুর রশিদ, শ্রমিক নেতা জাকারিয়া শেখ, আমিনুল ইসলাম প্রমুখ।আব্দুস সালাম জমাদ্দার বলেন, একটি শ্রমিক জীবিত থাকাকালে এ মিল বেসরকারি খাতে হস্তান্তর করতে দেওয়া হবে না। আন্দোলনের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত শ্রমিকরা রাজপথেই থাকবে।আলমগীর হান্নান/এমএএস/এমএস
Advertisement