ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’তে নিমন্ত্রিত হয়েছে ঢাকার জনপ্রিয় নাট্যদল স্বপ্নদল। এই উৎসবে দলটি তাদের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চে আনবে বলে জানালেন দলপ্রধান জাহিদ রিপন। তিনি আরো জানালেন, লন্ডনে মাসব্যাপি উৎসবটি ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সেখানে আগামী ৬ ও ৭ নভেম্বর লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে ‘ত্রিংশ শতাব্দী’র তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথমটি হবে ৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং ৭ নভেম্বর হবে বেলা ২টায় দ্বিতীয় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তৃতীয় প্রদর্শনী। এর আগে নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের মাধ্যমে অনন্য সাফল্য অর্জন করে স্বপ্নদল। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।এ নাটকের গল্পে দেখা যাবে যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’-র মূলকাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্থান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-সিরিয়া-তিউনিশিয়া-ইয়ামেন-তুরস্ক-মিয়ানমারে সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার প্রত্যাশা। আর প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ। ‘এ সিজন অব বাংলা ড্রামা’-র ১৩তম এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী স্বপ্নদলের ১২ সদস্যের দল ৪ নভেম্বর ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে। সেখানে সফর শেষে দলটি দেশে ফিরবে ১১ নভেম্বর।‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’ নাট্যোৎসবের অংগ্রহণ ছাড়াও স্বপ্নদলের প্রধান সম্পাদক ও ‘ত্রিংশ শতাব্দী’-র নির্দেশক জাহিদ রিপন সুবিখ্যাত ‘কুইন মারি ইউরিভার্সিটি অব লন্ডন’-এর থিয়েটার বিভাগে মাস্টার ক্লাস পরিচালনাসহ অতিথি হিসেবে লন্ডনে ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক রেডিও’, ‘এটিএন বাংলা টিভি’ ও ‘বেতার বাংলা’তে এবং ‘ত্রিংশ শতাব্দী’র অন্যতম গ্রন্থিক জুয়েনা শবনম ‘বাংলা টিভি’তে সাক্ষাৎকার প্রদানের জন্য আমন্ত্রিত হয়েছেন।এলএ/এমএস
Advertisement