আন্তর্জাতিক

স্বাস্থ্যবিধি মানছে না মার্কিনিরা, ৩২ রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। হাসপাতালগুলোর ফাঁকা শয্যার সংখ্যা প্রায় ফুরিয়ে এসেছে। কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির সপ্তাহ চলায় মার্কিনিরা থোরাই কেয়ার করছেন স্বাস্থ্যবিধির। সৈকতসহ বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মানুষের উপচেপড়া ভিড়।

Advertisement

সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, দেশের চিকিৎসকরা আশঙ্কা করছেন এতে করে সংক্রমণের হার আরও বাড়বে। সম্প্রতি দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা লাখে গিয়ে ঠেকতে পারে।

চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই যেভাবে জনসমাগমস্থলগুলো মানুষে পরিপূর্ণ হয়ে উঠছে তাতে করে ভাইরাসটির সংক্রমণ আরও দ্রুত ছড়াবে এবং অর্থনীতির গতি ফেরার যে কথা বলা হচ্ছে, তা সচল হওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। আচরণ না বদলালে করোনার সংক্রমণ আরও বাড়তেই থাকবে।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের প্রধান ডা, রোচেলে ওয়ালেনেস্কি সিএনএনকে বলেছে, ‘আমরা একটা ধ্বংসের মুখে পড়েছি। গত সপ্তাহজুড়ে কি কি ঘটেছে আপনি তার ভিডিওচিত্রগুলো দেখেন তাহলে দেখবেন, মানুষজন কোনো কিছুর তোয়াক্কা করছে, নিজের মনে যা হচ্ছে তাই করছেন।’

Advertisement

ভাইরাসটি কতটা সংক্রামক এবং কত সহজে উপসর্গহীন মানুষেরা অন্যকে সংক্রামিত করতে পারে তার জন্যই ভাইরাসটি কুখ্যাত।

ওয়ালেনেস্কি বলছেন, ‘আমরা জানি গতদিনে নতুন করে অর্ধলক্ষাধিক মানুষ শনাক্ত হয়েছে। যদি তারা কমবয়সীও হয় তারপর গতদিনের আক্রান্তদের মধ্যে অন্তত ৫০০ জনের মৃত্যু হবে। আর যদি তা হয় বয়স্ক, তাহলে এই সংখ্যা সাড়ে সাত হাজার পর্যন্ত হতে পারে। এটা শুধু মাত্র একটা দিনের সংক্রমণের হিসা’।

এছাড়া ‘আক্রান্তদের মধ্যে একজজন যদি ব্যক্তিগতভাবে কোনো ক্ষতির স্বীকার না হন তারপরও তার দ্বারা আরও দুই থেকে তিনজনের দেহে ভাইরাসটির সংক্রমণ ছড়াতে পারে। অতএব এর মাধ্যমে মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের। কিন্তু আমরা এ বিষয়ে অতটা সচেতন না। নিয়মনীতি মানার তোয়াক্কা করছি না।’

প্রায় ৩০ লাখ মানুষের দেহে ইতোমধ্যে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় তরুণ ও মাঝবয়সীরা রয়েছে। এছাড়া করোনা ভাইরাস এক লাখ ৩০ হাজারের বেশি মার্কিনির প্রাণ কেড়ে নিয়েছে। ওয়ালেনেস্কি বলছেন, ‘আমরা যতক্ষণ আমাদের আচরণ বদলাবো না, সংক্রমণ বাড়বেই।’

Advertisement

৩২ অঙ্গরাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রে পরপর কয়েকদিন ধরেই করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। সংক্রমণ বাড়ায় আরও অনেককে যে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে এ বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ ও মৃত্যু বাড়বে। শয্যা সংকটে পড়বে হাসপাতালগুলো।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৩২টিতে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের সংক্রমণ বিবেচেনায় এই তালিকায় নাম ওঠা রাজ্যগুলো হলো, আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ডেলওয়ারে, ফ্লোরিডা, হাওয়াই, জর্জিয়া, ইডাহো, ইলিনয়স, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, লুজিয়ানা, ম্যারিল্যান্ড ও মিশিগান।

সংক্রমণ বৃদ্ধির তালিকায় আরও রয়েছে মিশিগান, মিসৌরি, মন্টানা, নেভাডা, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, ওরেগন, সাউথ ক্যালিফোর্নিয়া, পেনিসেলভেনিয়া, টেনেসি, টেক্সাস, ওয়াশিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া এবং উইসকনসিন। ১৪টিতে সংক্রমণ একইরকম, কমেছে মাত্র চারটিতে।

হাউস্টনের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিন ডা. পিটার হোটেজ সিএনএনকে বলেন, ‘আমাদের দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী বিস্তার চলছে এখন। এখনও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের রেকর্ড প্রতিদিন ভাঙছে। এই হারে সংক্রমণ চলতে দেওয়া যায় না।’

এসএ