ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা সোমবার সন্ধ্যায় এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আরও ১ হাজার ৩৭৯ জন কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৮২৩ জন।
Advertisement
ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়তে থাকলেও দিল্লিতে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হারও আশা জাগানিয়া। সোমবার নতুন করে প্রায় সাড়ে সাতশ’ জন সুস্থ হওয়ার পর মোট সংখ্যাটা ৭২ হাজার ৮৮ জন।
গত একদিনে দিল্লিতে আরও ৪৮ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ সেখানে সক্রিয় রোগীর সংখ্যা এখন ২৫ হাজার ৬২০ জন। তবে এরপরও দিল্লি রাজ্য সরকার হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেসব রোগী কোভিড-৯ আক্রান্ত হওয়ার পর সুস্থ হচ্ছেন তারা অন্যদের যেন ‘প্লাজমা’ দেন সে বিষয়ে যেন অনুপ্রাণিত করা হয়। উল্লেখ্য, সুস্থ রোগীদের রক্ত দিয়ে আক্রান্তদের সুস্থ করে তোলার একটি পদ্ধতি হলো প্লাজমা থেরাপি।
Advertisement
এদিকে করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। রাশিয়াকে টপকে রোববার সন্ধ্যায় আরও একধাপ উপরে ওঠে ভারতের নাম। প্রথম স্থানটি যথারীতি যুক্তরাষ্ট্রের দখলেই। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন অঞ্চলের দেশ ব্রাজিল।
গোটা ভারতের মোট ৭ লাখ ১৫ হাজারের বেশি মানুষের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। গতদিনে নতুন করে রেকর্ড সর্বোচ্চ প্রায় ২৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছে আমাদের প্রতিবেশী দেশটিতে। একইদিনে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ছয় শতাধিক।
এসএ
Advertisement