রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০৭ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জন চিকিৎসক, ৪৯ জন নার্স এবং ছয়জন স্বাস্থ্যকর্মী।
Advertisement
করোনায় আক্রান্ত মোট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ১৯৬ জনে।বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানায়।
এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকের সংখ্যা ৬০২ জন।
বিএমএ জানায়, সোমবার (৬ জুলাই) পর্যন্ত মোট করোনায় আক্রান্ত পাঁচ হাজার ১৯৬ জনের মধ্যে এক হাজার ৭৭৮ জন চিকিৎসক, এক হাজার ৩৯৯ জন নার্স এবং দুই হাজার ১৯ জন স্বাস্থ্যকর্মী। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায়। এখানে ৬৬৫ জন চিকিৎসক, ৬২৫ জন নার্স এবং ৪২৩ স্বাস্থ্যকর্মী রয়েছেন।
Advertisement
এমইউ/এমএআর/এমএস