দেশজুড়ে

রাবির সাবেক শিবির সেক্রেটারির যাবজ্জীবন সাজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়ার সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সোমবার দুপুর আড়াইটার দিকে ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। অস্ত্র আইনে দুইটি ধারার একটিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপরটিতে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৩টার দিকে অস্ত্রসহ সাইফুদ্দিন অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে নগরীর আল রহমান হার্ডয়ার মার্কেটের তৃতীয় তলায় অভিযান পরিচালনা চালায় র‌্যাব-৫ এর একটি দল। এ সময় তাকে একটি কক্ষে থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, ১৩টি ককটেল এবং দেশিয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। পরে র‌্যাব-৫ এর ডিএডি আলতাফ হোসেন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে চার্জশিটে সাতজনকে অব্যহতি দেয়া হয়। এ মামলায় ১৯ জনকে সাক্ষী করা হয়। এতে ১৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পিপি এনতাজুল হক বাবু এবং আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মিজানুল ইসলাম। শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

Advertisement