খেলাধুলা

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯৩/৩

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ সোমবার সকাল সাড়ে ৯ টায় শুরু হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

 

দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান। পুরো ৯০ ওভারই ব্যাট করেছে বাংলাদেশ। ওভারে ২.১৪ গড়ে রান তুলেছে মুশফিকুর রহিমের দল।

দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান। পুরো ৯০ ওভারই ব্যাট করেছে বাংলাদেশ। ওভারে ২.১৪ গড়ে রান তুলেছে মুশফিকুর রহিমের দল। ওভার প্রতি রান কম আসলেও আশার খবর। প্রথম দিনের গোড়াপত্তন করতে নামা তামিম ইকবাল অপরাজিত আছেন ৭৪ রানে। - See more at: http://www.priyo.com/2014/11/03/116616.html#sthash.mWw95hqV.dpuf দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান। পুরো ৯০ ওভারই ব্যাট করেছে বাংলাদেশ। ওভারে ২.১৪ গড়ে রান তুলেছে মুশফিকুর রহিমের দল। ওভার প্রতি রান কম আসলেও আশার খবর। প্রথম দিনের গোড়াপত্তন করতে নামা তামিম ইকবাল অপরাজিত আছেন ৭৪ রানে। - See more at: http://www.priyo.com/2014/11/03/116616.html#sthash.mWw95hqV.dpuf

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ৬ রানের মাথায় শামুসর রহমান বিদায় নেন। চিগুম্বুরার শিকার হন তিনি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান।এরপর তামিম ইকবাল  ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৩৫ রান করে পানিয়াঙ্গারার শিকার হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। মাহমুদউল্লাহ (৫৬) রান করে পানিয়াঙ্গারার বলে আউট হন। এখন তামিম ইকবালকে সঙ্গ দিচ্ছেন সাকিবাল হাসান(৫)। এদিকে, প্রথম দিনের গোড়াপত্তন করতে নামা তামিম ইকবাল অপরাজিত আছেন ৭৪ রানে।

Advertisement