জাতীয়

করোনা পরীক্ষায় অনিয়ম, উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান

করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে উত্তরার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা খুঁজতে সেখানে অভিযান চালাচ্ছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (৬ জুলাই) বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের হাসপাতালটিতে শুরু হয় এ অভিযান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সারোয়ার আলম জাগো নিউজকে বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষার নামে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।’

র‍্যাব জানায়, একইসঙ্গে মিরপুর -১২ এর ১৪/১১ নম্বর মিতি প্লাজায় অবস্থিত রিজেন্টের মিরপুর শাখার চারপাশে অবস্থান করছে র‍্যাব। যেকোনো সময় সেখানেও অভিযান চালানো হবে।

Advertisement

এর আগে জুনের প্রথম সপ্তাহে কোভিডে আক্রান্ত হন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। কোভিডমুক্ত হয়েই আগের মতো অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। করোনা থেকে মুক্ত হওয়ার পর এটাই তার প্রথম অভিযান।

এআর/এফআর/এমকেএইচ