ফেনীতে করোনাভাইরাস থেকে ৬৩২ জন সুস্থ হয়েছেন। সোমবার ০৬ জুলাই) নতুন করে আরও ১১ জন করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন একজন ও মৃত্যু হয়েছে একজনের।
Advertisement
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, সোমবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে দুইজনের প্রতিবেদন আসে। সেখানে একজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি ফেনী সদরের। এছাড়া একই উপজেলার ১১ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার পর্যন্ত পাঁচ হাজার ৩১৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৯০৩ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৫৫ জন, সোনাগাজীতে ১৫১ জন, দাগনভূঞায় ১৯১ জন, ছাগলনাইয়ায় ১১৩ জন, ফুলগাজীতে ৪৪ জন ও পরশুরামে ৩৬ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন গেছেন ১৮ জন।
রাশেদুল হাসান/এএম/জেআইএম
Advertisement