শুভাগত হোমের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। আর এই সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় যাওয়া বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া ছয়জন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেবেন। আর ৫ জন খেলোয়াড় ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাবেন। ২৭ ও ২৯ তারিখ দুটি ওয়ানডে খেলে ৩০ অক্টোবর জিম্বাবুয়ের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রা করবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুশীলন করে ২, ৪ ও ৬ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ৭ ও ৮ নভেম্বর অনুশীলনের পর ৯ তারিখ প্রথম ও ১৫ তারিখ দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১৮ নভেম্বর সফর শেষ করে ১৯ তারিখ দেশে ফিরবে তারা। জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশ ছাড়বেন তাসামুল হক, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, দেওয়ান সাব্বির ও মুক্তার আলী। বাংলাদেশ স্কোয়াড : শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), মাহমুদুল হাসান, মো. মিথুন, রনি তালুকদার, দেওয়ান সাব্বির আহমেদ, সাদমান ইসলাম, তাসামুল হক, কাজী নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম ইসলাম, মুক্তার আলী, আবু জায়েদ চৌধুরী, মোহাম্মদ শহীদ, সাকলাইন সজীব ও তাইজুল ইসলাম। আরটি/জেডএইচ/পিআর
Advertisement