দেশজুড়ে

খুলনায় করোনায় মারা গেলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা

খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হলো।

Advertisement

গোলাম সারোয়ার খানের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ-আল-আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের ছেলে কেএম সাদিক হাসান সানি বলেন, আমার বাবার ৪ জুলাই করোনার রিপোর্ট পজিটিভ আসে। খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গোলাম সারোয়ার খানের মৃত্যুতে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি খুলনা জেলা শাখা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Advertisement

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ