বিনোদন

সেরা মাস্টার ফ্যান্টাস্টিক তরফদার

তরফদার বাংলা, সিডনি ইংরেজী, জহির অংকের শিক্ষক। বিথি ইন্টারে ৩ বার ফেল করার পর বিথির বাবা জানান বিথিকে পড়ানোর মাধ্যমে যে শিক্ষক বেশি নাম্বার পাইয়ে দিতে পারবে তাকেই বিথির বাবা ২০ লক্ষ টাকা প্রদান করবেন। ঘোষণা শুনে তিন শিক্ষকের মধ্যে ছাত্রী পড়ানোর প্রিতিযোগীতা তৈরি হয়। শুরুতে সিডনি ও জহির তরফদারকে বিভিন্ন কৌশলের মাধ্যমে বাড়ি ছাড়ার পরিকল্পনা করতে থাকে। কিন্তু ঘটনাক্রমে তরফদার বেঁচে যায়। এতে জহির ও সিডনি নিজেরাই ফেঁসে যায়। আর সেরা মাস্টার নির্বাচিত হয়ে বিথির বাবার দেয়া ঘোষণার ২০ লক্ষ টাকার দাবিদার তরফদার হয়ে যায়। তখন ঘটনার মোড় নেয় অন্যদিকে। এমনই এক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্যান্টাস্টিক তরফদার’। হামেদ হাসান নোমানের রচনা ও  মিলন ভট্টাচার্যের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, আখম হাসান, তারিক স্বপন, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটি প্রচার হবে আরটিভিতে মঙ্গলবার রাত ৮  টা ২০ মিনিটে। এলএ/পিআর

Advertisement