বিনোদন

প্রস্তুত রাবির প্রযোজনা ‘টিনের তলোয়ার’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের প্রযোজনা মঞ্চনাটক ‘টিনের তলোয়ার’ এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আট দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-১৫ এ ২৮ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই নাটক মঞ্চস্থ হবার মধ্য দিয়ে উৎসবে যাত্রা শুরু হবে। উৎসব চলবে ৪ নভেম্বর পর্যন্ত।বাংলা নাটকের রঙ্গালয়ের শতবার্ষিকী উপলক্ষে ‘টিনের তলোয়ার’ নাটকটি রচনা করেছেন নাট্যকার উৎপল দত্ত ও নির্দেশক নাট্যকলা বিভাগের শিক্ষক ড. মীর মেহবুব আলম নাহিদ। নাটকের গল্পে দেখা যাবে, সমাজ যাদের দিয়েছে অপমান ও লাঞ্ছনা ওইসব মানুষরাই নাটক করেছেন নিরলসভাবে। যারা মুখোশধারী হিসেবে নাটকের পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরও মুখোশ উন্মোচন করেছেন এবং টিনের তলোয়ার পরাধীন জাতির হৃদয়-বেদনাকে দিয়েছে বিদ্রোহ মূর্তি।নাটকটিতে অভিনয় করছে বিভাগের শিক্ষার্থী রেদওয়ান দৃষ্টি, শাহাদাৎ, কাঞ্চন, তপু সিংহ, আরাধনা, সাবিকুন নাহার, খাইরুল, সাদ্দাম, যাদব, স্বপ্না বাইন, ইমরুল আসাদ, তারকনাথ, অরিন্দম অর্ঘ, জিৎ, নাহিল, মুহিন্দ্রনাথ, সোহেল, অমিত রায়, রুবেল, লিজু প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন, শিক্ষক সুমনা সরকার, আলোক প্রক্ষেপণ সাইফ মণ্ডল, আবহ সঙ্গীত হীরক মুশফিক, সার্বিক সহযোগিতায় শাম্মী সেতু, সুমন্ত স্বর, মৌটুসী চাকমা।নাটকের অভিনেতা সাদ্দাম হোসেন ও সাবিকুন নাহার জাগো নিউজকে বলেন, এতবড় একটি নাট্যোৎসবে অভিনয় করবো ভেবে অনেক আনন্দিত আমরা। আরও বেশি আনন্দিত হবো যখন দর্শন নাটক দেখে আনন্দ পাবেন। আমরা আশাবাদী ‘টিনের তলোয়র’ নাটকটি দর্শদের কাছে ভালো লাগবে।নির্দেশক ড. মীর মেহবুব আলম নাহিদ জাগো নিউজকে বলেন, উৎপল দত্তের ‘টিনের তলোয়র’ একটি কঠিন পাণ্ডুলিপি। এ নাটকের নির্দেশনা দিতে পেরে ভালো লাগছে। বাংলা নাটকের ইতিহাস এ নাটকের কাহিনীর মধ্যে আছে। ইতিহাসের আলোকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাটকটি নির্দেশনা দেবার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হবো। নাটকটি দর্শকের কাছে ভালো লাগলেই আমার ভালো লাগবে।‘মিলি মৈত্রী বন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ এই স্লোগানকে সামনে রেখে আট দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-১৫ এ মোট দশটি দলের নাট্য প্রযোজনা মঞ্চস্থ হবে। দলগুলো হলো সুরন্দম, কলকতা, নাট্যভূমি, ত্রিপুরা, কালিন্দী ব্রাত্যজন কলকতা ভারত, প্রাঙ্গণেমোর ঢাকা, দৃশ্যপট ঢাকা এবং নাট্যকলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ অক্টোবর নাট্যোৎসব উদ্ধোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিন।রাশেদ রিন্টু/এমজেড/পিআর

Advertisement