দেশজুড়ে

পটুয়াখালীতে করোনা আক্রান্ত বেড়ে ৫২৮

পটুয়াখালীতে একদিনে ৫১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৮ জন। এছাড়া করোনায় ইতোমধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের।

Advertisement

রোববার (৫ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ২৬ জন, গলাচিপায় ১০ জন, মির্জাগঞ্জে ৬ জন, কলাপাড়ায় ৫ জন ও বাউফলের ৪ জন রয়েছে। মোট আক্রান্তদের মধ্যে আইসোলেশনে ২৫ জন ও হোম আইসোলেশন ৩৫৩ জন রয়েছে। এছাড়া সুস্থ হয়ে মোট ১২৮ জন বাড়ি ফিরেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, বিভিন্ন সময় বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে সদরে ৯ জন, বাউফলে ৮ জন, গলাচিপায় ৮ জন, দুমকিতে ৪ জন ও কলাপাড়ায় ১ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ