দেশের ১৩৬টি গণমাধ্যমের ৫৩৬ জন সংবাদকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আর ১৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।
Advertisement
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’- এর অ্যাডমিন ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আহম্মদ ফয়েজ শুরু থেকেই দেশের করোনা আক্রান্ত সংবাদকর্মীদের তালিকা করে আসছেন। ওই গ্রুপ থেকে এসব তথ্য পাওয়া যায়।
করোনা আক্রান্ত সংবাদকর্মীরা হলেন-
১. ইন্ডিপেন্ডেন্ট টিভির ঢাকার ৬ জন সংবাদকর্মী, ১ জন ভিডিও এডিটর, ১ জন ক্যামেরাম্যান, চট্টগ্রাম ব্যুরো অফিসের ১ জন রিপোর্টার এবং ১ জন ক্যামেরাম্যান এবং মানিকগঞ্জ ও সিলেট প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১২ (সুস্থ ৩)।
Advertisement
২. যমুনা টিভির ৪ জন রিপোর্টার, ২ জন উপস্থাপক ২ জন ক্যামেরাম্যান, ৩ জন ব্রডকাস্টার এবং নরসিংদী ও সিলেট প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১২ (সুস্থ ২)।
৩. দীপ্ত টিভির ঢাকার ৮ সংবাদকর্মী এবং শরিয়তপুর প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৯ (সুস্থ ৭)।
৪. এটিএন নিউজের ১ জন রিপোর্টার (সুস্থ)।
৫. আমাদের নতুন সময়ের ঢাকার ৫ জন সংবাদকর্মী এবং ফেনী প্রতিনিধিসহ আক্রান্ত ৬ (সুস্থ ৩)।
Advertisement
৬. একাত্তর টিভির ঢাকা ও ঢাকার বাইরের গাজীপুর প্রতিনিধি, বগুড়া প্রতিনিধি, সিলেট প্রতিনিধি, মুন্সিগঞ্জ প্রতিনিধি, বরগুনা প্রতিনিধি এবং নোয়াখালীর ১ জন ক্যামেরাম্যানসহ সংবাদকর্মী ও অন্যান্য বিভাগ মিলিয়ে মোট আক্রান্ত ১৮ (সুস্থ ১২)।
৭. বাংলাদেশের খবরের ১ জন রিপোর্টার (সুস্থ)।
৮. দৈনিক সংগ্রামের ১ জন (সুস্থ)।
৯. মাছরাঙা টিভির সংবাদকর্মী ও সাধারণ সেকশন থেকে মোট আক্রান্ত ১২ জন এবং বগুড়া প্রতিনিধিসিহ আক্রান্ত ১২ (সুস্থ ২)।
১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ)
১১. রেডিও টুডের ১ জন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিসহ আক্রান্ত ২ (সুস্থ ১)।
১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।
১৩. চ্যানেল আই- এর ১ জন সংবাদকর্মী, ১ জন ক্যামেরাম্যান, ১ জন ভিডিও এডিটর, চট্টগ্রাম অফিসের ১ জন সংবাকর্মী এবং অনুষ্ঠান বিভাগের ১ জনসহ আক্রান্ত ৫ জন (সুস্থ ১)।
১৪. দৈনিক প্রথম আলোর ৮ জন (সুস্থ ৫)।
১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের ১ জন কর্মী, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি এবং ফেনী প্রতিনিধিসহ আত্রান্ত ৩ (সুস্থ ২)।
১৬. নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের ১ জন সংবাকর্মী এবং জামালপুর প্রতিনিধিসহ আক্রান্ত ২ (সুস্থ ১)।
১৭. দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।
১৮. নিউজ পোর্টাল বিবার্তার ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
১৯. দৈনিক ইনকিলাবের ঢাকার ৩ জন সংবাদকর্মী এবং ফেনী প্রতিনিধিসহ আক্রান্ত ৪ (সুস্থ ২)।
২০. দৈনিক জনতার ৩ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
২১. দৈনিক কালের কণ্ঠের সংবাদকর্মী ও অন্য সেকশন এবং কুষ্টিয়া ও মানিকগঞ্জ প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১৮ (সুস্থ ৩)।
২২. এনটিভির সংবাদ ও অন্যান্য বিভাগ এবং ঢাকার বাইরের প্রতিনিধিসহ মোট আক্রান্ত ২৪ (সুস্থ ৪, মৃত্যু ১)। অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা যান গত ৩১ মে।
২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক (সুস্থ)।
২৪. আরটিভির ৬ জন সংবাদকর্মী এবং প্রোডাকশান বিভাগে ১ জনসহ মোট ৭ (সুস্থ ৪)।
২৫. বাংলাভিশনের ৩ জন রিপোর্টার এবং অন্যান্য বিভাগের ৫ কর্মীসহ আক্রান্ত ৮ (সুস্থ ১)।
২৬. এসএ টিভির ঢাকয় ৫ জন সংবাদকর্মী, ১ জন প্রডিউসার, ১ জন কর্মকর্তা, ১ জন সাউন্ড এডিটর এবং গাজীপুর প্রতিনিধি ও রাজশাহীর ক্যামেরাম্যানসহ মোট ১০ জন।
২৭. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত), এবং পত্রিকাটির আরও ৫ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ৩ জন কর্মীসহ আক্রান্ত ৯ জন (সুস্থ ৮)। সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গে মারা গেছেন।
২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর (সুস্থ)।
২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার (সুস্থ)।
৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার (সুস্থ)।
৩১. দৈনিক দেশ রূপান্তরের ৪ জন সংবাদকর্মী এবং চট্টগ্রাম অফিসের ১ জন ফটোগ্রাফার এবং সাভার প্রতিনিধিসহ আক্রান্ত ৬ (সুস্থ ১)।
৩২. রেডিও আমার-এর ১ জন সংবাদকর্মী।
৩৩. দৈনিক ইত্তেফাকের ৮ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারিসহ ঢাকার ২২ জন এবং কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসহ আক্রান্ত ২৩ (সুস্থ ২৩)।
৩৪. দেশ টিভির ঢাকার ২ জন সংবাদকর্মী এবং বগুড়া প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৩ (সুস্থ ২)।
৩৫. বিটিভির কর্মকর্তা, কর্মচারি এবং ঢাকা ও ঢাকার বাইরের সংবাদকর্মীসহ সর্বমোট আক্রান্ত ৩১।
৩৬. ডিবিসি নিউজ- এর ৫ জন সংবাদকর্মী এবং বগুড়া প্রতিনিধিসহ আক্রান্ত ৬ (সুস্থ ৩)।
৩৭. দৈনিক মানবজমিনের ঢাকার ২ জন সংবাদকর্মী এবং রংপুর প্রতিনিধিসহ আক্রান্ত ৪ জন।
৩৮. এটিএন বাংলার ৩ জন সংবাদকর্মী এবং মার্কেটিংয়ের ১ জনসহ মোট ৪ জন (সুস্থ ১)।
৩৯. সময় টিভির ঢাকার ১০ জন সংবাদকর্মী, ন্যান্য বিভাগের ৪ জন এবং চট্টগ্রাম অফিসের ১ জন এবং ফেনী প্রতিনিধি ও ক্যামেরাম্যান এবং টাঙ্গাইল প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১৮ জন (সুস্থ ৩)।
৪০. ডেইলি সান-এর ৩ জন সংবাদকর্মী এবং সাধারণ বিভাগের ২ জন কর্মীসহ আক্রান্ত ৫, (সুস্থ ২)।
৪১. যায়যায়দিনের ১ জন সংবাদকর্মী এবং রিডিং সেকশেনের ১ জনসহ ঢাকায় ২ এবং কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিসহ আক্রান্ত ৩ (সুস্থ ১)।
৪২. ঢাকা ট্রিবিউনের ৩ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ১ জনসহ মোট ৪ জন (সুস্থ ৪)।
৪৩. বাংলা ট্রিবিউনের ২ জন সংবাদকর্মী এবং রিডিং সেকশনের ১ জনসহ আক্রান্ত ৩ জন (সুস্থ ২)।
৪৪. একুশে টিভির ঢাকার ৪ জন সংবাদকর্মী এবং ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিসহ আক্রান্ত ৫ জন (সুস্থ ২)।
৪৫. চ্যানেল ২৪ এর ঢাকার ১৪ জন সংবাদকর্মী ১ জন লাইটম্যান, ১ জন সাউন্ড এডিটর, সাভার প্রতিনিধি এবং চট্টগ্রাম অফিসের ১ জন রিপোর্টার ও ১জন ক্যামেরাম্যানসহ মোট ১৯ জন (সুস্থ ৫)।
৪৬. ডেইলি স্টারের ৪ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৪৭. বার্তা সংস্থা ইউএনবির ঢাকার ১ জন সংবাদকর্মী এবং চট্টগ্রাম প্রতিনিধিসহ আক্রান্ত ৩ জন (সুস্থ ২)।
৪৮. নিউজ পোর্টাল বার্তা২৪ এর ১ জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সুস্থ)।
৪৯. এশিয়ান টেলিভিশনের ২ জন।
৫০. চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের ১ জন রিপোর্টার।
৫১. নিউ ন্যাশনের ১ জন সংবাদকর্মী।
৫২. রেডিও ধ্বনির ১ জন সংবাদকর্মী।
৫৩. নিউজ পোর্টাল ঢাকা টাইমসের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি (সুস্থ)।
৫৪. বাংলাদেশ প্রতিদিনের ৭ জন সংবাদকর্মী ও সাধারণ সেকশনের ৬ জনসহ ঢাকায় ১৩ জন এবং বগুড়া প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১৪ (সুস্থ ৫)।
৫৫. আমাদের অর্থনীতির ১ জন সংবাদকর্মী।
৫৬. দৈনিক নয়া দিগন্তের ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৫৭. জাগো নিউজের ২ জন সংবাদকর্মী (সুস্থ ২)।
৫৮. আমার কাগজের ১ জন সংবাদকর্মী।
৫৯. দৈনিক বনিক বার্তার সংবাদ ও অন্যান্য ৮ জন এবং কক্সবাজার প্রতিনিধিসহ আক্রান্ত ৯ (সুস্থ ৩)।
৬০. দৈনিক খোলা কাগজের ১ জন সংবাদকর্মী (সুস্থ)।
৬১. রেডিও কেপিটালের ৩ জন কর্মী।
৬২. অন্যদিগন্তের ১ জন সংবাদকর্মী।
৬৩. ঢাকা ডিপ্লোমেট ডটকমের ১ জন সংবাদকর্মী (সুস্থ)।
৬৪. দৈনিক জনকণ্ঠের ঢাকয় ৫ জন এবং বগুড়া প্রতিনিধিসহ আক্রান্ত ৬ (সুস্থ ৩)।
৬৫. নিউজ ২৪ এর ৪ জন সংবাদকর্মী এবং নীলফামারী প্রতিনিধিসহ আক্রান্ত ৫ (সুস্থ ১)।
৬৬. দৈনিক সমকালের ১ জন কর্মকর্তা, ঢাকা অফিসের ১১ জন, চট্টগ্রাম অফিসের ১ জন সংবাদকর্মী এবং মুরাদনগর (কুমিল্লা) ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসহ ১৫ জন আক্রান্ত (সুস্থ ৪)।
৬৭. দৈনিক নতুন সংবাদের ১ জন সংবাদকর্মী।
৬৮. দৈনিক মানবকণ্ঠের ঢাকা অফিসের ১ জন এবং পিরোজপুর প্রতিনিধিসহ আক্রন্ত ২ জন সংবাককর্মী।
৬৯. দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) ২ জন সংবাদকর্মী।
৭০. দৈনিক কর্ণফুলী (চট্টগ্রাম) ১ জন সংবাদকর্মী।
৭১. দৈনিক আমাদের সময়ের সংবাদের ৫ জন সংবাদকর্মী এবং ওসমানী নগর (সিলেট) ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিসহ আক্রান্ত ৭ (সুস্থ ২)।
৭২. রাইজিংবিডির ২ জন সংবাদকর্মী (সুস্থ ২)।
৭৩. বিডিনিউজ২৪ এর ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৭৪. দৈনিক সংবাদ প্রতিদিনের ১ জন সংবাকর্মী (সুস্থ)।
৭৫. নিউজ পোর্টাল সারাবাংলার ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৭৬. দৈনিক জবাবদিহির সহকারি সার্কূলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামান (মৃত্যু ২৯ মে)
৭৭. মোহনা টিভির ব্রডকাস্ট বিভাগের ১জন, মার্কেটিংএর ১জন, নোয়াখালী (কবিরহাট) এবং রাজশাহী প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৪।
৭৮. অনলাইন পোর্টাল কক্সবাজার ভয়েজের ১ জন সংবাদকর্মী।
৭৯. ফিনান্সিয়াল এক্সপ্রেসের ঢাকা অফিসের ২জন সংবাদকর্মী এবং কক্সবাজার প্রতিনিধিসহ আক্রান্ত ২। কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান (চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুন ৭)
৮০. মাইটিভির গৌরনদি (বরিশাল), মুন্সিগঞ্জ প্রতিনিধি, ভান্ডারিয়া (পিরোজপুর) এবং বগুড়া প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৪।
৮১. দৈনিক ভোরের দর্পন পত্রিকার ১ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৮২. ডেইলি অবজারভারের ২ জন সংবাদকর্মী।
৮৩. ডেইলি বিজনেস স্ট্যার্ন্ডাডের ঢাকার ১ জন সংবাদকর্মী এবং বগুড়া প্রতিনিধিসহ আক্রান্ত ২।
৮৪. নাগরিক টিভির ৬ জন কর্মী আক্রান্ত (সুস্থ ১)।
৮৫. জিটিভির ৫ জন সংবাদকর্মী এবং ১ জন মেকাপ আর্টিস্টসহ ঢাকার ৬ জন এবং ঝালকাঠি ও বগুড়ার ক্যামেরাপার্সনসহ মোট আক্রান্ত ৮।
৮৬. বাংলা টিভির ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৮৭. দৈনিক বাংলাদেশের আলোর ঢাকার ১ জন সংবাদকর্মী এবং চাঁদপুর প্রতিনিধিসহ আক্রান্ত ২ জন (সুস্থ ২)
৮৮. নিউজ পোর্টাল পিএনএস'র ১জন সংবাদকর্মী (সুস্থ)
৮৯. দৈনিক করতোয়ায়র বগুড়া অফিসের সংবাদকর্মী ও অন্যান্য সেকশনের কর্মী মিলিয়ে মোট আক্রান্ত ২০ (সুস্থ ৬)।
৯০. বাংলাদেশ বেতারের ১ জন কর্মকর্তা।
৯১. নিউ এইজের ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)।
৯২. দৈনিক আনন্দবাজারের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সুস্থ)।
৯৩. দৈনিক উত্তরকোণ (বগুড়া) সম্পাদক মোজাম্মেল হক (মৃত্যু ১১ জুন)
৯৪. বৈশাখী টেলিভিশনের ঢাকায় ৪ জন সংবাদকর্মী এবং বগুড়ার ক্যামেরাম্যানসহ মোট আক্রান্ত ৫ (সুস্থ ৪)
৯৫. নিউজ পোর্টাল ডেল্টা নিউজের ১ জন সংবাকর্মী (সুস্থ)।
৯৬. ডেইলি বাংলাদেশ পোস্টের ১জন সংবাদকর্মী ও ১জন সাধারণ সেকশনের কর্মীসহ আক্রান্ত ২
৯৭. দৈনিক কক্সবাজের ১ জন সংবাদকর্মী
৯৮. আজকের সংবাদের ১ জন সংবাদকর্মী
৯৯. দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা ১১ জুন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতের তার কোভিড-১৯ রেজাল্ট পজিটিভ আসে।
১০০. নিউজ পোর্টাল বিডিসমাচারের ১ জন সংবাদকর্মী
১০১. নিউজ পোর্টাল যমুনানিউজ২৪ এর ১ জন সংবাদকর্মী
১০২. দৈনিক জাগরণের ১ জন সংবাদকর্মী
১০৩. দৈনিক নতুন সংবাদের ১জন সংবাদকর্মী (সুস্থ:১)
১০৪. যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন মৃত্যুবরণ করেন।
১০৫. মুন্সিগঞ্জের আঞ্চলিক দৈনিক সভ্যতার আলোর ১ জন সংবাদকর্মী (সুস্থ)
১০৬. রাজশাহীর আঞ্চলিক দৈনিক সোনালী সংবাদের ১ জন সংবাদকর্মী
১০৭. রাজশাহীর আঞ্চলিক দৈনিক সানশাইনের ১ জন সংবাদকর্মী
১০৮. রাজশাহীর আঞ্চলিক পোর্টাল রাজশাহী নিউজের ১ জন সংবাদকর্মী
১০৯, কৃষি বিষয়ক পোর্টাল এগ্রিকেয়ার২৪ এর রাজশাহী প্রতিনিধি
১১০. রাজশাহীর আঞ্চলিক পোর্টাল ইউনিভার্সাল২৪নিউজের ১ জন সংবাদকর্মী
১১১. দৈনিক যুগের আলো পত্রিকার ১ জন সংবাদকর্মী (সুস্থ)
১১২. দৈনিক মুন্সিগঞ্জের খবরের ১ জন সংবাদকর্মী (সুস্থ)
১১৩. দৈনিক স্বদেশ প্রতিদিনের বিারমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১১৪. খুলনার আঞ্চলিক দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ১ জন সংবাদকর্মী
১১৫. দৈনিক জন্মভূমির পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
১১৬. দৈনিক গণমুক্তির ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১১৭. দৈনিক শেরপুরের আলোর ১ জন সংবাদকর্মী (সুস্থ)
১১৮. দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার ১ জন সংবাদকর্মী
১১৯. চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার ১ জন সংবাদকর্মী
১২০. দৈনিকি সংবাদের ঢাকা অফিসের ১ জন এবং কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিসহ আক্রান্ত ২ (সুস্থ:১)
১২১. দৈনিক বাংলাদেশের সময়ের সুনামগঞ্জ প্রতিনিধি
১২২. দৈনিক সুনামগঞ্জের খবরের ১ জন সংবাদকর্মী (সুস্থ)
১২৩. দৈনিক একাত্তরের কথা পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি (সুস্থ)
১২৪. দৈনিক নতুন দিন পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি
১২৫. দৈনিক যুগান্তরের ঢাকা অফিসের ৩ জন সংবাদকর্মী এবং চুনারুঘাট (হবিগঞ্জ) ও মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিসহ আক্রান্ত ৫ সংবাদকর্মী
১২৬. বগুড়ার স্থানীয় দৈনিক উত্তরের দর্পনের ১ জন সংবাদকর্মী
১২৬. বগুড়ার স্থানীয় দৈনিক উত্তরের দর্পণের ১ জন সংবাদকর্মী
১২৭. দৈনিক দেশ সংবাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি
১২৮. বগুড়ার আঞ্চলিক সাপ্তাহিক হাতিয়ারের নির্বাহী সম্পাদক মো. সাইদুজ্জামান সরকার তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
১২৯. সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক খন্দকার মোজাম্মেল হোসেন মৃত্যুবরণ করেন।
১৩০. দৈনিক আলোকিত সময় পত্রিকার সিলেট ব্যুরো চিফ (সুস্থ)
১৩১. দৈনিক খবর পত্রের ঢাকার বাহিরের ১ জন সংবাদকর্মী
১৩২. এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের ১জন সংবাদকর্মী
১৩৩. নিউজ পোর্টাল আমাদের বরিশালের ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি (সুস্থ)
১৩৪. ফেনীর স্থানীয় সাপ্তাহিক হকার্সের ১জন সংবাদকর্মী
১৩৫. ফেনীর স্থানীয় সাপ্তাহিক ফেনী বার্তার ১জন সংবাদকর্মী
১৩৬. সপ্তাহিক উত্তমাশার সম্পাদক খন্দকার ইকরামুল হক ৫ জুলাই মৃত্যুবরণ করেন
করোনায় মৃত গণমাধ্যমকর্মীর তালিকা
১. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন (মৃত্যু ২৮ এপ্রিল)।
২. দৈনিক জবাবদিহির সহকারী সার্কুলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামান (মৃত্যু ২৯ মে)।
৩. এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ (মৃত্যু ৩১ মে)।
৪. ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান (মৃত্যু জুন ৭)।
৫. দৈনিক উত্তরকোণ (বগুড়া) সম্পাদক মোজাম্মেল হক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন (মৃত্যু জুন ১১)।
৬. দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা ১১ জুন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতের তার কোভিড-১৯ রেজাল্ট পজেটিভ আসে।
৭. প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ২০ জুন।
৮. করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন মৃত্যুবরণ করেন (২৪ জুন)।
৯. বগুড়ার আঞ্চলিক সাপ্তাহিক হাতিয়ারের নির্বাহী সম্পাদক সাইদুজ্জামান তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (২৬ জুন)।
১০. সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক খন্দকার মোজাম্মেল হোসেন মৃত্যুবরণ করেন (২৯ জুন)।
১১. সপ্তাহিক উত্তমাশার সম্পাদক খন্দকার ইকরামুল হক মৃত্যুবরণ করেন (৫ জুলাই)।
করোনার উপসর্গ নিয়ে মৃতের তালিকা
১. দৈনিক সময়ের আলোর সিনিয়র সাবএডিটর মাহমুদুল হাকিম অপু (মৃত্যু মে ৬)
২. দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান (মৃত্যু মে ৭)।
৩. দৈনিক বাংলাদেশের খবরের প্রধান আলোকচিত্রী মিজানুর রহমান খান (মৃত্যু মে ২০।
৪. দৈনিক বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন করোনা টেস্ট করার রাইনে থেকে অসুস্থ্য হয়ে পড়েন এবং হাসপাতালে মারা যান (মৃত্যু জুন ১১।
৫. সিলেটের আঞ্চলিক নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের (বালাগঞ্জ) প্রতিনিধি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন (মৃত্যু জুন ১৪)।
৬. মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ করোনা উপসর্গ পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২২ মে।
৭.করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সমাচার ও চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত মারা যান ৩০ মে।
৮. রাজশাহীর আঞ্চলিক দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার তবিবুর রহমান মাসুমের করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (মৃত্যু ২৮ জুন)।
এইচএস/এমএসএইচ