রংপুর ও চট্টগ্রামের খেলার মধ্য দিয়ে আগামী ২২ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের পর্দা উঠতে যাচ্ছে। বিপিএলের এবারের আসর জমজমাট হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর কারণ এ আসরে সব দলই শক্তিশালী। আর ক্রিকেটপ্রেমীদের এখন সব আলোচনার শীর্ষে বিপিএল। নিলাম শেষ হওয়ার পর থেকেই বিপিএল নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের কে কোন দলে তা জানতে পত্রিকার পাতা ও টিভিতে চোখ রাখছেন অনেকে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর- খেলা ও খেলোয়াড়দের বিষয়ে জানতে এখন থেকে তাদের খুব বেশি কষ্ট করতে হবে না। হাতের স্মার্টফোনে একটি অ্যাপস নামিয়ে নিলেই তারা জানতে পারবেন সবখবর। তেমনি একটি অ্যাপ বানিয়েছে মুমুস- নাম দিয়েছে ‘বিপিএল ২০১৫ সময়সূচি’।মাত্র সাড়ে তিন মেগাবাইটের এ অ্যাপ থেকে পাওয়া যাবে সব তথ্য। আন্তর্জাতিক কোন তারকা খেলোয়াড় খেলছেন কোন দলে সেটিও জানা যাবে সুন্দর ও সহজ ইন্টারফেসে তৈরি এ অ্যাপ্লিকেশনে। এতে যুক্ত আছে কাউন্ট ডাউন টাইমারও।অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই play.google ঠিকানা থেকে।এসএইচএস/পিআর
Advertisement